মঙ্গলবার১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।

আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার এসআই ছিলেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, ডাকাতির মামলা আসামি নাজমুল হোসেনের বাড়ি রায়গঞ্জ থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে।তবে তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থাকেন।

সোমবার সকালে তাকে গ্রেপ্তার করতে ওই এলাকায় কনস্টেবল নিয়ে যান এসআই রেজাউল। তখন আসামী নদীতে লাফ দিলে এসআই রেজাউল নদীতে ঝাপিয়ে পড়ে আর উঠতে পারেন নি।