সোমবার২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আবার হাসপাতালে খালেদা জিয়া

আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদারবলেন- বিকেল সোয়া ৫টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য চেয়ারপারসনকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।.

উল্যেখ এর আগে- পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১১ জানুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফিরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।,