আগামী ১০ ডিসেম্বর বিএনপি দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে। একই দিন সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। যদিও তারা ইসির কঠোরতায় পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে।”
;এ বিষয়ে ডিএমপির অনুমতির প্রসঙ্গ বেশ ভাবায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে। কিন্তু বিএনপি তাদের কর্মসূচি নিয়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে। প্রথমে ঢাকা থাকলেও পরে সারাদেশকে তারা সংযুক্ত করে কর্মসূচির আওতায়। এ কারণে নড়েচড়ে বসেছে ডিএমপি।”
;বিএনপির ডাকা কর্মসূচির অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন-এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থা কাজ করছে।”
;সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে।তিনি বলেন, এখন নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্তে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়। ”
;নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে- এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাবো “
;আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কথা জানান।.