শনিবার১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল থেকে ফেরার পথে

নওগাঁয় স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

শিক্ষক আবুল হোসেন।ছবি-সংগৃহীত।

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

;আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক “

;স্থানীয় সূত্রে জানা গেছে- শিক্ষক আবুল হোসেন বিকেলে উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় থেকে ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পাঁচপুর মোড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে মারপিট করে। এ সময় তারা শিক্ষকের দুই পায়ের রগ কেটে দেয়।”

;পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন- স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।”

;আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার বলেন- শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামড়ার সঙ্গে লেগে আছে। তার পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

;আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সংবাদ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনপর্যন্ত কোনো অভিযোগ পাইনি।;