মঙ্গলবার৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষার জন্য

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

খালেদা জিয়ার পুরোনো ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপরই সেখানে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চেকআপ শেষে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করেন।”

‘সাবেক এই প্রধানমন্ত্রী এর আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন ।”

‘তার সঙ্গে মোটরসাইকেলে অনেক নেতাকর্মী হাসপাতালে যান। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার গাড়ি পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন।”

‘বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান- খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন খালেদা জিয়া।’