শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ বছর পালিয়েও রক্ষা হলো না সোলাইমানের

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল (মঙ্গলবার) রাত ১২টায় গাজীপুরের কাপাসিয়া থানার সনমানিয়া ইউনিয়নের গোস্বাবর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।”

;গ্রেপ্তার জেএমবির সদস্যের নাম হাজী সোলায়মান ওরফে মুন্সি ইউনুছ আলী (৬৫)। তিনি মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদা শিমুলিয়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার এড়াতে প্রায় ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না তার।”

,আজ বুধবার সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুর আদালতে নিয়ে আসা হয়। পরে আদালত সোলাইমানকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।”

;মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- হাজী সোলাইমানের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় মামলা রয়েছে।”

;পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের জানান- গ্রেপ্তার ব্যক্তি ২০১১ সাল থেকে প্রায় ১২ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। জেএমবির সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিলেন।”

;২০১১ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানার ছালরা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তার সহযোগী সমর আলীকে র‌্যাব গ্রেপ্তার করে। তবে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।,