রবিবার১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের নিচে পরে শিক্ষিকার আত্মহত্যা

লাকসাম পাইলট স্কুলের শিক্ষিকা রৌশন বিনতে শফিক।ছবি- সংগৃহীত।

কুমিল্লার লাকসামে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লাকসাম পাইলট স্কুলের শিক্ষিকা রৌশন বিনতে শফিক (৪৪) আত্মহত্যা করেছেন। আজ (শুক্রবার) সাড়ে ৭টার দিকে লাকসাম পৌর শহরের রেলগেইট এলাকায় রেললাইনের উপর থেকে রৌশনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।”

;স্থানীয়রা জানান- চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলশিক্ষিকা রৌশন আত্মহত্যা করেছেন। তিনি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।”

;লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন- নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটির নিচে রৌশনা নামের ওই শিক্ষিকা ঝাঁপ দেন।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

ওসি জসিম উদ্দিন বলেন- প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারব না। ”

;ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল।পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।,