মঙ্গলবার২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সেন্ট মার্টিন থেকে ৭০ কিলোমিটার দুরে মোখা

ঘৃণিঝর মোখা বর্তমানে সেন্ট মার্টিন থেকে মাত্র ৭০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে! এটি আজ দুপুর ১টা নাগাদ মিয়ানমারের উত্তর অংশ এবং বাংলাদেশের টেকনাফের নিকট দিয়ে উপকুল অতিক্রম করতে পারে বলে সর্বশেষ দেয়া তথ‌্যে জানিয়েছে আবহাওয়া অফিস।