মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

 অর্থনীতি অচল হবে ব্যয় বন্ধ হলে:প্রধানমন্ত্রী

ব্যয় বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন ব্যয় বন্ধ হলে অর্থনীতি অচল হয়ে যাবে। আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা“

;বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরের এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন- প্রধানমন্ত্রী বলেছেন- নিজেদের আত্মমর্যাদা, আত্মসম্মান সমুন্নত করতে হবে। জনগণের অর্থ ব্যয়ে আমাদের আরও বেশি বেশি সাবধান, কৃচ্ছ্রসাধন করতে বলেছেন। ব্যয় বন্ধ করা হবে না। ব্যয় বন্ধ হলে অর্থনীতি অচল হয়ে যাবে। যেখানে দরকার সেখানে অবশ্যই ব্যয় করতে হবে।”

;পরিকল্পনামন্ত্রী বলেন- অহেতুক ব্যয়, আয়েশী ব্যয়, বিলাসী মনোভাব পরিহার করতে বলেছেন। ঐহিত্যগতভাবে এগুলো আমাদের যদি কারো থেকেও থাকে তা ভুলে যেতে হবে। তিনি আগেও এগুলো বলেছেন। আজও এসব বিষয়ে সাবধান করে দিয়েছেন।”

;তিনি বলেন- ইকোনমি, ইকোনমি, ইকোনমি, কৃচ্ছ্র, কৃচ্ছ্র, কৃচ্ছ্র। অবশ্যই এর লাগাম টেনে ধরতে হবে, টাইট করে। কিন্তু ব্যয় করা হবে। এভরি পেনি সুড বি এক্সপেন্ড। টাকা ঘরে রেখে আমরা ঘুমাব না। যেখানে নিয়ম ও আইন অনুযায়ী দরকার সেখানে ব্যয় করব এবং যেখানে লাভ হওয়ার সম্ভাবনা বেশি। টাকায় না হোক সেবায় লাভ হয়, জনগণের তুষ্টি হয় “

;এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন-প্রধানমন্ত্রী সরকারের আমলা, কর্মকর্তা ও মন্ত্রীসভার সদস্যদের অহেতুক বিদেশ সফর নিরুৎসাহিত করতে বলেছেন। আপনারা জানেন ইতোমধ্যে এটা নিরুৎসাহিত করা হয়েছে। আগামীতে আরও নিরুৎসাহিত করা হবে।,