পিরোজপুরের ইন্দুরকানীতে মাসিক বেতন চাওয়ায় মো. জাকারিয়া নামের মসজিদের ইমামকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ (রোববার )সকাল ৮টায় ইন্দুরকানী সদর বাজারে এ ঘটনা ঘটে। মো. জাকারিয়া হোসেন ইন্দুরকানী সদর বাজার খেয়াঘাট বায়তুল মামুর জামে মসজিদের ইমাম।”
;স্থানীয়রা জানায়- ইন্দুরকানী সদর বাজারের মাছ ব্যবসায়ী মো. ফরিদ কাজীর কাছে মসজিদের ইমাম মাসিক বেতন চান। এ সময় উত্তেজিত হয়ে ফরিদ কাজীসহ ৪/৫ জন মাছ ব্যবসায়ী জাকারিয়া হোসেনকে কিল ও ঘুষি দিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”
;আহত জাকারিয়া হোসেন বলেন-ফরিদ কাজীর কাছে আমি মাসিক বেতন চাইলে তিনি আমার ওপর ক্ষেপে যান। একপর্যায়ে ফরিদ কাজীসহ ৪/৫ জন মাছ ব্যবসায়ী আমাকে কিল ও ঘুষি দিয়ে জখম করেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
;অভিযুক্ত ফরিদ কাজী বলেন, ‘মসজিদের ইমামের সঙ্গে বেতনের টাকা নিয়ে আমার কথা কাটাকাটি হয়েছে। তার ওপর হামলার ঘটনা ঘটেনি।”
;ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান- মারধরের ঘটনায় ইমাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। দ্রুত এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।