রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সিনেট ভবনের পাশে ভিসিকে অবরুদ্ধ করছে শিক্ষার্থীরা। এসময় ভিসিকে ‘হিজড়া’ এবং মেয়রের দালাল বলে স্লোগান দিতে শোনা যায়।”
;জানা গেছে-ভিসিকে বিনোদপুরে নিয়ে যাওয়ার দাবিতে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। এদিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান করার সময় চ্যানেল-২৪ এর ক্যামেরা পারসনকে মারধর ও ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।”
;এদিক- সহকারী প্রক্টর এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা ভিসিকে ঘিরে রেখে অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচানোর চেষ্টা করছেন। এর আগে, সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের গেটে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।”
;বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন-আমাদের শতশত ভাইয়েরা আহত হয়ে মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ঘুমন্ত চেহারা আমরা অনেক দেখেছি। গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকেই পাশে পাইনি।