মঙ্গলবার২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান। আজ (রোববার) সকালে সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।”

;এর আগে গত শুক্রবার ঢাকায় সফরে আসেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রী। সফরকালে তিনি যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু চুক্তিতে সই করবেন, যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানো।”

;এ ছাড়া নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন অ্যান-মেরি ট্রেভেলিয়ান। পাশাপাশি তিনি সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।”

;শুক্রবার বৃটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখছে। তাই এই সফরের লক্ষ্য হলো সাফল্য উদযাপন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ নির্বাচনী বছরসহ ভবিষ্যতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরও দৃঢ় করা।’