উপহার পাওয়া মাইক্রোবাস আনতে যাওয়ার পথে জরিমানার শিকার হলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ মঙ্গলবার দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে তাকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ।”
;গত ৩১ জুলাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল জব্বার গাউছিয়া একাডেমির প্রিন্সিপাল এম মখলিছুর রহমান ফেসবুক লাইভে এসে ঘোষণা করেন হিরো আলমকে গাড়ি উপহার দেবেন তিনি। ”
;আজ দুপুরে গাড়ি নিতে নরপতি গ্রামে আসেন হিরো আলম। এ সময় তাকে দেখতে হাজারো নারী-পুরুষ ভিড় করে।তার আগে চুনারুঘাট যাওয়ার সময় পথিমধ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে হিরো আলমের কার আটকায় পুলিশ। পরে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছাড়া হয়।”
;জরিমানার বিষয়ে হিরো আলম বলেন-প্রাইভেটকারটি আমার চালক চালাচ্ছিলেন। ৮০ মাইল বেগে তখন গাড়িটি চলছিল। এ কারণে পুলিশ জরিমানা করেছে। আমি জরিমানা দিয়ে গাড়িটি নিয়ে এসেছি।”
;শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন- হিরো আলম বহন করা গাড়িটি দ্রুত গতি থাকার কারণে এ জরিমানা করা হয়।.