রাজধানীর ডেমরায় ছাদ বাগানে ফুলের টব ও বালতিতে গাঁজা চাষ করার অপরাধে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার) দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। “
;গতকাল (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বক্সনগর মনি ভিলার চারতলা ভবনের ছাদ থেকে গাঁজার গাছ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ওই বাড়ির মালিক হাজী আবদুল ওহাব (৬৬) ও তার ছেলে মো. মাহমুদুল হাসান (২৯)। ”
;এ বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
;বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন- আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেফতার হাজী আব্দুল ওহাব ও তার ছেলে দীর্ঘদিন ধরে তাদের ছাদ বাগানে গাঁজার চাষ করে আসছিলেন। এতে এলাকায় কৌশলে নিরাপদে গাঁজা চাষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। বাবা-ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।