বিশেষ প্রতিনিধি ঢাকা-
পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ডেপুটি জেলার আবদুস সেলিম।”
;আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় তাদেরকে কারাগারে নেওয়া হয়। এর আগে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে সিএমএম আদালতে আনা হয়। তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। ”
;জামিনের আবেদন করেন মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বিকেল সোয়া পাঁচটার দিকে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
প্রসঙ্গত, বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নিজ নিজ বাসা থেকে এই দুই নেতাকে আটক করে পুলিশ।