নিজস্ব সংবাদদাতা-
ঢাকা-দোহার বাইপাস সড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন ও মিশুক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক এসআইকে মারধর করাও হয়। রাত সোয়া ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কুশরীপাড়া গ্রামের বাইপাস সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।”
আহত অবস্থায় শ্রীনগর থানার এসআই মো. সাইফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম এ ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি জানান- কারাবন্দি দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।”
;মিছিলটি ঢাকা-দোহার বাইপাস সড়কের মোড়ে পৌঁছালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। এ ছাড়া ব্যাটারিচালিত দুটি মিশুক ভাঙচুর করে।”
;তিনি আরো বলেন খবর পেয়ে বাইপাস সড়কে দায়িত্বরত এসআই সাইফুলসহ কয়েকজন পুলিশ সদস্যকে সেখানে ছুটে যান। এ সময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা এসআইকে মারধর করে। ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে।”
;এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, এ ঘটনা সম্পর্কে আমাদের জানা নেই। এ ঘটনা মিথ্যা ও গুজব।