ময়মনসিংহ প্রতিনিধি–
ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই কবির হোসেনের (৩০) দায়ের কোপে সহোদর বড় ভাই ফালান মিয়া (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফালান মিয়া উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে।”
;স্থানীয় সূত্রে জানা যায়- উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে ফালান মিয়ার সঙ্গে তার সহোদর ছোট ভাই কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় ফালান মিয়া বাড়ির একপাশে গোয়াল ঘর নির্মাণের সময় ছোট ভাই কবির হোসেনকে বাঁধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে কবির হোসেনের হাতে থাকা দা দিয়ে বড় ভাই ফালান মিয়ার বামপায়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।”
;আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।;