সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসার দ্বীপে’ সংঘর্ষ- নিহত ৩২

পাপুয়া নিউগিনির আইল্যান্ড অব লাভ’ খ্যাত ভালোবাসার দ্বীপে দুটি ক্ষুদ্র জাতির মধ্যে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছেন।”

;ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, ভালোবাসার এ দ্বীপটি পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশে অবস্থিত। দ্বীপটির কুলুমাটা এবং কুবোমা গ্রুপের মধ্যে গত সোমবার থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে।”

;এ সংঘর্ষ এখনো চলমান রয়েছে বলে জানায় দ্য গার্ডিয়ান।দেশটির নিরাপত্তা মন্ত্রী পিটার সিয়ামালিলি জানিয়েছেন, মিলনি বে প্রদেশের ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে তাদের উপর লাঠি চার্জ করার নির্দেশনা দেওয়া হয়েছে।;