জেলা প্রতিনিধি–
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ডহর কালুখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের নিহত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে তাদের নিজ ঘরে এ দুর্ঘটনা ঘটে।”
নিহতরা হলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ডহর কালুখালী গ্রামের হোসেন শেখের স্ত্রী মর্জিনা বেগম ( ২৭ ) ও তার ৪ মাস বয়সী মেয়ে তানজিনা আক্তার।”
;স্থানীয়রা জানান- আজ বিকেলে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে বৃষ্টি হচ্ছিল। এ সময় বিদ্যুতের সংযোগ ওই বাড়ির টিনের ঘরের সঙ্গে লেগে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় ঘুম থেকে উঠে ঘরের টিনের বেরায় হাত দিলে মর্জিনা বেগম ও তার চারমাস বয়সী মেয়ে তানজিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।”
;কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মা মেয়ের মৃত্যর খবরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মায়ের মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। আর মেয়েটিকে পাংশা থেকে ওই বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।’