নিজস্ব প্রতিবেদক ঢাকা–
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।”
;আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই পরোয়ানা জারি করে।বিএসটিআইর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ খন্দকার জানান-২০১৯ সালে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করে বিএসটিআই। এসব তেল পরীক্ষা করে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন-এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা করে সংস্থাটি।”
;বিএসটিআইর অনুমতি ছাড়া এই তেল বাজারজাত করা হয়েছিল।তিনি আরও জানান- এই মামলায় বৃহস্পতিবার আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলার একমাত্র আসামি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। ”
;এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। তার আইনজীবীরা একাধিকবার সময় নিয়েছিলেন।”
;এ বিষয়ে সিটি গ্রুপের পরিচালক (অর্থ) বিশ্বজিৎ সাহা বলেন-ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি শুনেছি। বিএসটিআইর এ মামলাটি অনেক পুরনো। তবে চেয়ারম্যান অসুস্থ। বিষয়টি আমরা আইনিভাবে মোকাবিলা করবো।;