বৃহস্পতিবার৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সকল কোচিং সেন্টার বুধবার থেকে ২৩ দিন বন্ধ

ফাইল ফটো।

জেলা প্রতিনিধি ঢাকা– এসএসসি পরীক্ষা চলাকালে ২৩ দিন দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ রোববার (১২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন- আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে “

;শিক্ষামন্ত্রী বলেন  চলতি মাসের ১৯ তারিখ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে “

;এ সময় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানান ডা. দীপু মনি। উল্লেখ্য, চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। আর শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।,