শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে পুলিশ কর্মকর্তার ওপর মুসল্লিদের হামলা

নারায়ণগঞ্জে মসজিদে জুমার নামাজের বয়ানের সময় পুলিশের এক এসআই ওপর হামলার ঘটনা ঘটে। ছবি-সংগৃহীত।

বিশেষ সংবাদদাতা- নারায়ণগঞ্জে মসজিদে জুমার নামাজের বয়ানের সময় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিক সহ আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে “

;আজ শুক্রবার জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী শাহী জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।আহত পুলিশ কর্মকর্তার নাম আ. আজিজ। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।”

;ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা জানান- আজ জুমার নামাজের সময় আদমজী শাহী মসজিদের ইমাম হাফেজ সুলায়মান ভারতে হযরত মুহাম্মদ (সা.) কে করা কটূক্তি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। এসময় পুলিশ কর্মকর্তা আ. আজিজ বলেন- ভারতের ঘটনা ভারতে থাকুক, আমরা এ নিয়ে বিশৃঙ্খলা না করি। এতে মুসুল্লিরা ক্ষুব্দ হয়ে কথা কাটাকাটি শুরু করেন।একপর্যায়ে মুসল্লিরা পুলিশ কর্মকর্তা আ. আজিজের ওপর হামলা করে “

;এসময় মসজিদের ইমাম হাফেজ সোলায়মান, সভাপতি জয়নাল আবেদিন এবং এক সাংবাদিক আহত হন।পরে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের বাড়িতে আশ্রয় দিলে সেখানেও উত্তেজিত জনতা হামলা করে। সেখান থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সেখানে গিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।”

কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন- আমাকে এলাকার লোকজন বিষয়টি জানানোর পর আমি ছুটে গিয়ে ওসির সহযোগিতায় পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে “

;এ বিষয়ে ওসি মশিউর রহমান বলেন-  এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা মর্মাহত। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।,