মঙ্গলবার৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

;কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। উক্ত মামলায় অপর এক আসামী বেকসুর খালাস দেওয়া হয়েছে। কক্সবাজারে মাদক মামলায় এটিই প্রথম মৃত্যুদণ্ড।”

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট ফরিদুল আলম এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মোহাম্মদ আরিফ ওরফে মৌলভি আরিফ (৩৬)। সে উখিয়ার কুতুপালং ক্যাম্প ২’র ডি-৫ ব্লকের বাসিন্দা।”

;মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় মোহাম্মদ আরিফসহ আরও একজন ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় র‌্যাব-৭ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।”

;সময় ঘটনাস্থল হতে বালুখালী রোহিঙ্গা শিবিরে বসবাসকারী সাদেক নামে এক ব্যক্তি পালিয়ে যায়।উক্ত ঘটনায় ”

;আদালত মামলার চার্জসিট ও স্বাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে মামলার প্রথম আসামী আরিফকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং অপর পলাতক আসামী সাদেককে বেকসুর খালাস দেওয়া হয়।’