ডেক্স রিপোট- শুনতে অবাক মনে হলেও এমনটিই করেছেন এক ব্রিটিশ মহিলা। বিছানার অন্যতম অনুষঙ্গ কোলবালিশ। আর এই কোলবালিশকে বিয়ে করার খবর যদি শুনেন তাহলে কেমন হয়? পাস্কাল সেলিক নামের ওই নারীর দাবি, দীর্ঘদিন ধরেই তার কোলবালিশকে ভালবাসেন। এতটাই যে তার সঙ্গে সারাজীবন কাটাতে চান। শেষ পর্যন্ত ঠিক করেছেন বিয়ে করবেন এ কোলবালিশকে, একসঙ্গে কাটাবেন সারাজীবন। এর চেয়ে ভাল সম্পর্ক তার নাকি আর কখনও কারো সঙ্গে ছিল না।
আগামী ১০ ফেব্রুয়ারি জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। সেখানে তার বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পাস্কালের এই সিদ্ধান্তে বন্ধুরাও অবাক। তারা বলছেন, সত্যিই এটা অদ্ভুত একটা সিদ্ধান্ত। এটাই পাস্কালের জীবনের সেরা সিদ্ধান্ত।