রবিবার১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

 ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হাজিরা

হাজিদের পুরোনো ছবি।

বিশেষ প্রতিনিধি ঢাকা-

হজযাত্রীরা এ বছর সব ধরনের খরচ ছাড়াও অতিরিক্ত ১ হাজার ২০০ ডলার সঙ্গে নিতে পারবেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিনিময় বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে “

;এতে বলা হয়- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা সব খরচ বাদ দিয়ে ১ হাজার ২০০ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।”

;সরকার এবার হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । প্যাকেজ ঘোষণার পর ফের সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “

; ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।নতুন প্যাকেজ অনুযায়ী প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২-এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা “

;সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের সাথে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সাথে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ১২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে। .