মঙ্গলবার১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে অনলাইন কৃষিপন‌্য বিপণন কৌশল বিষয়ক প্রশিক্ষন

দিনব‌্যাপি প্রশিক্ষন শেষে উপষ্থিত কর্মকর্তারা এবং প্রশিক্ষনারথী বৃন্ধ।

কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে অনলাইন কৃষি বিপণন প্লাটফর্মের ম‌াধ‌্যমে কৃষি পন‌্য বিপণন ব‌্যাবস্থার উপড় ‍দিনব‌্যাপি প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে।আজ মঙ্গলবার(২৫শে মে) কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্টিত হয়। এতে জেলার ৩০জন প্রশিক্ষনার্থী অংশ নেন।

চাঁদপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান রুপম বলেন- আমাদের মূল লক্ষ‌্য হচ্ছে কৃষক থেকে ভোক্তার দুরত্ব কমানো। আমাদের ডিজিটাল বিপণন ব‌্যবস্থার মাধ‌্যমে কৃষক ,পাইকারী বিক্রেতা,খুচরা বিক্রেতা সবাই উপক্রিত হবে।

প্রশিক্ষনে উপষ্থিত  ছিলেন মোঃ শাহিদুল ইসলাম, সহকারী পরিচালক (প্রসাশন),কাজী ফোউজিয়া রহমান ,সহ প্রশিক্ষন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর এবং চাঁদপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান রুপম।