বুধবার১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২০শে শাবান, ১৪৪৬ হিজরি৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ আফগানিস্তানকে কোটি টাকা দিচ্ছে

; জাতিসংঘের মাধ্যমে আফগানিস্তানকে এক কোটি টাকার মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

;জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”

;আজ রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তহবিল পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”

;পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে ওসিএইচএ আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে।”

;এ অর্থ ওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- এ অনুদান প্রধানমন্ত্রীর আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির প্রতিফলন।.