জেলা প্রতিনিধি–
,নরসিংদীর বেলাব উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ রবিবার (২২ মে) সকালে বেলাবোর শেখবাড়িতে নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে সন্তান রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। রহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।”
;স্থানীয়রা জানায়- রবিবার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেওয়া পোশাক নিতে যায় রহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়। ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা “
;নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।,