রবিবার১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ১৯শে রজব, ১৪৪৬ হিজরি৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

 ১ হাসপাতালের ১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা!

;যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন! কাকতালীয় হলেও এমনই কাণ্ড ঘটেছে দেশটির মিসৌরি রাজ্যে। ওই ১১ জনের মধ্যে এক চিকিৎসক বাদে সবাই নার্সের কাজ করেন। খবর এবিসি নিউজের।”

;মিসৌরির লিবার্টি শহরের এ ঘটনা চাউর হতেই তা নিয়ে নেটমাধ্যমে রসিক মন্তব্যের ফোয়ারা ছুটেছে। রসিকজনদের অনেকেরই প্রশ্ন, ‘ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?’ লিবার্টি হাসপাতালের ওই হবু মায়েরা অবশ্য জানিয়েছেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।”

;লিবাটির ওই হাসপাতালে নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলগ বিভাগের নার্স হানা মিলার ওই ১১ জনের মধ্যে রয়েছেন। ‘গুড মর্নিং আমেরিকা’ শোয়ে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জন অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে যা সব রসিকতা শুরু হয়েছে, সেগুলোকে অনেকেই আবার সত্যি বলে ধরে নিয়েছেন।”

;হানা বলেন-এই ঘটনার পর আমাদের বিভাগের বহু নার্সই বলাবলি করছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না। একজন নার্স তো আবার বাড়ি থেকে পানির বোতল আনতে শুরু করে দিয়েছেন।;