রবিবার২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই জেলায় বজ্রপাতে নিহত ৩

ছবি-প্রতিকী।

বাংলা সংবাদ২৪ ডেস্ক–

নওগাঁর পোরশা ও জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে এক কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। আজ( শুক্রবার) সকালে এ ঘটনা ঘটে। পোরশার ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর মাঠে ধান কাটার সময় মারা গেছেন সায়েম আলী (৪০) ও নুর মোহাম্মদ নুহ (৫৫)। এ ছাড়া মাঠে ছাগল আনতে গিয়ে জাহানারা বেগম (৫০) নামের এক গৃহবধূ আহত হয়েছেন।”

পোরশা থানার ওসি জহুরুল হক জানান, সকাল ১০টার দিকে পোরশায় বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। আহত নারীর বাড়ি নিতপুর বাঙ্গালপাড়া গ্রামে। তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

;উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা জানান, হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।এদিকে, জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে নিহত কিশোর হৃদয় হাসান (১৪) শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।”

’পরিবারের সদস্যরা জানান, বজ্রপাতের সময় হৃদয় বাড়ির পাশের একটি পুকুর পাড়ে গাছের নিচে দাঁড়িয়ে ছিল। বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।;