বিশেষ প্রতিনিধি-
রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির যাত্রী ও প্রাইভেটকারচালক। আজ বৃহস্পতিবার ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।”
নিহতরা হলেন- সিএনজিচালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৫)।ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (পরিদর্শক) আব্দুল খান জানান, উত্তরা থেকে সড়ক দুর্ঘটনায় দুজনকে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।;