টাংঙ্গাইল প্রতিনিধি-
;টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের নামাজের জন্য নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। “
;ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলো-হাতিয়া দক্ষিণপপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাস বাড়ারির ছেলে ফয়সাল মিয়া (১৪) ও রাকিব মিয়া। রাকিব হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার মেয়ের জামাই। আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো।”
ইউ পি চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া বলেন- সকাল ৭টার দিকে ওই ৩জনসহ ৫জন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সেখানে বজ্রপাতে পাঁচজনই আহত হয়। গুরুতর অবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর দুজন গ্রামেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।;