রাজধানীর বাড্ডায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন স্ত্রী রেখা আক্তার(২৫)। তুচ্ছ সন্দেহে এমন ঘটনা ঘটিয়েছে পাষণ্ড স্বামী শাহ আলম। তাকে আটক করেছে পুলিশ “
গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। শাহ আলম একটি স্বর্ণের দোকানে কারিগরের কাজ করেন। তারা উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় ভাড়া থাকেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন- রেখাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার শরীরের হাত মুখ ও পিঠে ঝলসে গেছে।”
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আকলিমা জানান, পারিবারিক কোন কলহে ঝগড়ায় রাতে স্বামী কেমিক্যাল জাতীয় তরল পদার্থ শরীরে ছুড়ে মারায় তার শরীর ঝলসে গেলে তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।”
;বাড্ডা থানার উপ পরিদর্শক শেখ শিবলু মিয়া জানান- ঘটনার সংবাদ পেয়ে স্বামী শাহ আলম (৪০)কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম পুলিশকে জানিয়েছে, তার (শাহ আলমের) স্ত্রী অপরিচিত কোন যুবকের সাথে মোবাইলে আপত্তিকর কথোপকথনে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে তার সন্দেহ হয়। তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনাটি ঘটিয়েছেন “
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।;