জেলা প্রতিনিধি-
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যাওয়া দুই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ ঘটনা ঘটে।অভিযুক্ত আসামির নাম শামশুল আলম ওরফে এ টি এম শামসু। তিনি বাহারছড়া ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও বাহারছড়ার শীলখালী এলাকার বাসিন্দা।আহত দুই পুলিশ সদস্য হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল মীর ও কনস্টেবল মো. ইমরান।”
এসব তথ্য সাংবাদিকদের জানান বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শামশুল আলমকে গ্রেপ্তার করতে গতকাল রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে যায় পুলিশের একটি দল। সেখানে তাকে গ্রেপ্তার করতে চাইলে শামশুলসহ তার সঙ্গে থাকা লোকজন এএসআই জামাল মীর ও কনস্টেবল মো. ইমরানকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন।
’খবর পেয়ে পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ সেখানে যান এবং শামশুলকে গ্রেপ্তার করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।;