চাঁদপুর শহরস্ত ষোলঘর বিটি রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম তহসীলদারের বসত ঘরে এ ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানা যায় পবিত্র সবে কদরের রাতে(২৮এপ্রিল২০২২)দিবাগত রাত ২ঘটিকার দিকে প্রতিবেশী বাড়ীর লোকজন এ বাড়ীতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার চেচামেছি শুরু করলে নুরুল ইসলাম তহশীলদার ঘরে ঘুমন্ত লোকজন কোনমতে বেরিয়ে পড়ে।
পার্শবতী বাড়ির থানা যুবলীগের সভাপ্রতি হুমায়ুন কবির সুমন তাৎক্ণনিক ফায়ার সার্ভিস খবর দিলে দিলে ফায়ার সার্ভিস কর্মীরাএব এলাকাবাসী মিলে প্রায় আধা ঘন্টা চেস্ঠায় আগুন নিয়নত্রনে আনতে পারলেও ততক্ষনে বাড়ির একে একে সবকটি ৮টি রুম পুড়ে ছাই হয়ে যায়।বাড়িতে থাকা জামা পাপড় থেকে শুরু করে সকল মুল্যবান জিনিসপত্র নগদ টাকা গহনা প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু কেড়ে নেয় আগুনের লেলিহান শিখা।
পরদিন ঘটনাস্থল পরির্দশন করেছেন পেীর মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্থানীয় ওয়ার্ড কাউসিলর কবির হোসেন চেীধুরী, সদর থানা যুবলীগের সভাপ্রতি হুমায়ুন কবির সুমন সহ ভিবিন্ন প্রিন্ট্ এবং ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ ব্যাপারে বাড়ির মালিক নুরুল ইসলাম তহশিলদার কান্নার রোনাজারিতে বলেন -আমার সব কিছু শেষ! প্রায় ৫০ লক্ণ টাকার উপড়ে হবে ক্ষয়ক্ষতির পরিমান। ঘটনার সময় তিনি স্থানীয় একটি এটিএম বুথে (চাকুরীরত) রাতে ডিউট্তি অবস্থায় ছিলেন। তার ছোট ভাই তাকে ফোন দিয়ে তাকে জানায় আগুনের কথা ।ততক্ষনে সব ফাইনাল!
চাঁদপুর পেীর মেয়র বলেন ক্ষতিগ্রস্থ বাড়ীটি ঘুরে দেখেছি-ঈদের পর তাদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।প্রতিবেশী সদর থানা যুবলীগের সভাপ্রতি হুমায়ুন কবির সুমন বলেন -আগুনের এত বয়াবহতা ছিল যে মুহুর্তের মধ্যে সবপুড়ে ছাই এমনকি স্টিলের আলমারিতে থাকা স্বর্নের জিনিসগুলোও পুড়ে আংগার হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি পাশে থেকে সব ধরনের সহায়তার আস্বাশ দিয়েয়েন স্থানীয় ওয়ার্ড কাউসিলর কবির হোসেন চেীধুরী।