রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গুগলকে ১ লাখ ৩৫ হাজার ডলার জরিমানা

;বিতর্কিত ভিডিও সরাতে ব্যর্থ হওয়ায় গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনকে জরিমানা করেছেন মস্কোর একটি আদালত। প্রশাসনিক লঙ্ঘনের’ অভিযোগ এনে মার্কিন এ টেক জায়ান্টকে দুই ধাপে মোট ১১ মিলিয়ন রুবল (১ লাখ ৩৫ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।”

মস্কোর তেগানস্কি জেলা আদালত বলেছেন- ইউক্রেনে রুশ সেনাদের পরাজয় ও বেসামরিকদের হতাহতের অসত্য তথ্য বিতরণ করেছে। সংবাদ সংস্থা তাসের বরাতে এমনটি জানিয়েছে বিবিসি”

;অভিযোগে যে দুটি ভিডিওর কথা বলা হয়েছে- এর একটিতে রুশ সেনাদের সঙ্গে তাদের পরিবারের কথোপকথনের বিষয়টি দেখানো হয়েছে।’