ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে সৌদি আরবের জেদ্দায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে । শুক্রবার সৌদি আরবের জেদ্দা শহরের একটি তেল স্থাপনার ওপরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে সিএনবিসি।”
রয়টার্সের একটি সূত্র জানিয়েছে- সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ডিপোতে হামলার ঘটনা ঘটেছে যদিও হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদি আরামকোর তরফে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এটি।”
;শুক্রবার (২৫ মার্চ) হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, গোষ্ঠীটি ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরাসহ আরও একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে তারা। এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া। এদিকে- হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও সৌদির বিভিন্ন স্থাপনায় হামলা চালায় হুথি বিদ্রোহীরা।;;