বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার সময় গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী

গাজীপুর প্রতিনিধি-

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ছাত্রলীগের এক কর্মীকে গুলি করা হয়েছে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি করেছে বলে জানা গেছে। তবে একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়ে পেছন দিকে বেরিয়ে পিঠের চামড়ায় আটকে যায়।”

তাকে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেড়া হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

;শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শিহাব শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে গ্রামের মেডিকেল মোড় এলাকায় তার ওপর হামলা হয়।

বিস্তারিত পরবর্তীতে —