বুধবার১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১ মিনিটের জন্য ৩ লাখ টাকা ব্যয়!

.দীর্ঘদিন ধরে বিএফডিসির ঝরনা শুটিং স্পট অযত্নে পড়েছিল। তবে ক্ষণিকের জন্য আবারও আগের জৌলুস ফিরে পেয়েছে স্পটটি। ঝকঝকে করা হয়েছে এর চারপাশ। গাছগুলোতে রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কৃত্রিমভাবে সেখানে ফুটে আছে সাদা-লাল শাপলা ফুল।”

;অযত্নে পড়ে থাকা ঝরনা শুটিং স্পটটি দৃষ্টিনন্দন করা হয়েছে শুধুমাত্র এক মিনিটের একটি দৃশ্যধারণের জন্য।নির্মাতা সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার জন্য এই সেটটি বানিয়েছেন ফরিদ হোসেন। বিগ বাজেটের এই সিনেমার মাত্র এক মিনিট ব্যাপ্তির একটি দৃশ্যের জন্য প্রায় তিন লাখ টাকা পর্যন্ত ব্যয় করেছেন বলে জানান নির্মাতা।”

;জানা গেছ- একটি গানের দৃশ্যধারণের জন্যই ঝরনা শুটিং স্পটটি দৃষ্টিনন্দন করা হয়েছে। প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন- অপু বিশ্বাস ও তরুণ অভিনেতা জয় চৌধুরী। আরও আছেন- আশিক চৌধুরী, সেতু, মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে “