বুধবার১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সাতসকালে সড়কে ঝরল ৫ প্রাণ

,কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী পাঁচ্ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের তুঁতবাগান এলাকার কুমিল্লা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।”

;নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

; ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লামুখী অটোরিকশাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা সবাই পুরুষ, তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে।