জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাত্র দুইশ’ টাকা চুরির অপবাদে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে। বেলি বেগম নামের এক গৃহবধূ ওই কিশোরীকে মারধর করেন বলে জানা গেছে।”
;স্থানীয়রা জানায়- ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি বেগম স্থানীয় ওই কিশোরীকে বাজারের পাশে গাছে ছাগল বাঁধার দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এ সময় ওই কিশোরী চিৎকার করে কাঁদতে কাঁদতে টাকা চুরির কথা অস্বীকার করে।”
;নির্যাতনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।বেলি বেগমের অভিযোগ- ওই কিশোরী তার বাড়ি থেকে দুইশ’ টাকা চুরি করেছে। তবে অভিযুক্ত এই গৃহবধূ চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি।”
এ ব্যাপারে জানতে চাইলে মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম জানান- ঘটনাটি তিনি শুনলেও ওই এলাকায় যেতে পারেননি।”
;এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান- বিষয়টি তিনি শুনেছেন এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।”