মঙ্গলবার১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে ১০০ টাকার জন্য হত্যা

প্রতিবেদক, সাভার: আশুলিয়ায় জুয়া খেলার একশ টাকার জন্য ছুরিকাঘাত করে জহরুল ইসলাম নামে এক দিনমজুরকে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জহরুল ইসলাম ধামরাইয়ের কেলিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। সে আশুলিয়ায় দিনমজুরের কাজ করতো।
পুলিশ জানায়, লুডু খেলার জুয়ার আসরে একশত টাকা দাবি করেন রেজাউল। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাকবিতন্ডার এক পযায়ে রেজাউল ছুরিকাঘাত করে জহরুলকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে মারা যায়। ঘটনার পর থেকে রেজাউল পালাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন থানায়।