নেত্রকোণার বারহাট্টা থানার এক পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। নিহত ওই কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান হাবিব (৪০)। তিনি বারহাট্টা থানার উপ-পরিদর্শক ছিলেন “
;জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপ-পরিদর্শক হাবিব মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বারহাট্টা থানায় ডিউটিতে যাচ্ছিলেন। এসময় নেত্রকোণা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় পৌঁছার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এরপর তাকে আহত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে পৌঁছানোর পর রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
;এর আগে গত বছর হাবিবের স্ত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের দুই শিশু-সন্তান রয়েছে। দুর্ঘটনার সুস্পষ্ট কারণ জানা যায়নি। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ও উপ-পরিদর্শক মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে তারা বলেন, দুর্ঘটনাস্থলের কাছে হাবিবের মোটরসাইকেল ও একটি ভ্যান গাড়ি উল্টে পড়ে আছে। এই গাড়ির সঙ্গে হাবিবের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান “