শুক্রবার২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালে করোনা রোগীকে পুরুষ নার্সের ধর্ষণ; পরে মৃত্যু

আন্তজাতিক ডেস্ক– করোনায় আক্রান্তএক রোগীকে সরকারি হাসপাতালে পুরুষ নার্স ধর্ষণ করেছিলেন । আর এর ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় ওই নারীর। ভারতের মধ্য প্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছিল প্রায় এক মাস আগে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার এ ঘটনার কথা জানায় ।”

”ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। তিনি গত ৬ এপ্রিল এই ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ।”

“”এক চিকিৎসককে দেওয়া বিবৃতিতে অভিযুক্তকে চিহ্নিতও করেছিলেন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং ওই দিনই তার মৃত্যু হয়”
‘এরপর নিশতপুত্র থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের নাম সন্তোষ আহিরওয়ার। ৪০ বছর বয়সী সন্তোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তিনি ভোপাল সেন্ট্রাল জেলে রয়েছেন বর্তমানে।”