রবিবার৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুলের পরকীয়ায় খুন হন মিতু

চট্র্রগ্রাম সংবাদদাতা– পুলিশর সাবেক এসপি বাবুল আকতারের পরকীয়া সম্পর্কের বিষয়টি জেনে গিয়েছিলেন স্ত্রী মাহমুদা খানম মিতু। এ নিয়ে দুজনের দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে বাবুল ও তার পরকীয়া প্রেমিকা মিতুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন চট্টগ্রামে খুন হওয়া মাহমুদা খানম মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ ।”

”আজ বুধবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়েরের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মোশারফ হোসেন দাবি করেন, বাবুল আকতারের সঙ্গে এক এনজিও কর্মীর পরকীয়ার সম্পর্ক ছিল।”

“‘ বিষয়টি জানাজানি হওয়ায় তার মেয়ের সঙ্গে বাবুলের ঝগড়া হয়। মৃত্যুর আগে মিতু বিষয়টি তাদের জানিয়েছিলেন। পারিবারিকভাবে তারা বিষয়টি সমাধানেরও চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। তিনি অভিযোগ করেন  একপর্যায়ে বাবুল ও ওই নারী মিতুকে মেরে ফেলার হুমকি দেন” ।’