সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক যা বলল আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রটি সরানোর বিষয়ে

বাংলা সংবাদ২৪ ডেস্ক– কাতার ভিত্তিক  জনপ্রিয় সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টারস মেন সরিয়ে নেবে কি না-এ বিষয়ে ফেসবুক একটি বিবৃতি পাঠিয়েছে । আজ (২০ ফেব্রুয়ারী) শনিবার রাতে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

ফেসবুকের বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে- আমরা বিটিআরসির কাছ থেকে ডকুমেন্টারি সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। এবং আমরা এই বিষয়ে কোনো বিবৃতি দিইনি।

  ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রটি ফেসবুক সরিয়ে নেবে নেওয়ার বিষয়ে বলেন- আদালতের নির্দেশনাসহ যা যা তথ্য ফেসবুক আমাদের কাছে চেয়েছে, সেসব আমরা ফেসবুককে পাঠিয়েছি।তারা (ফেসবুক) আমাদের জানিয়েছে, তারা বিষয়টি রিভিউ করবে।।