বৃহস্পতিবার১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

১৯ বছর বয়সী নারী ফুটবলার হলেন ক্রীড়া উপমন্ত্রী

বলিভিয়ার ক্রীড়া উপমন্ত্রী হলেন দেশটির নারী ফুটবলার সিয়েলো ভিজাগা।ছবি সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেস্ক– ইতিহাস রচনা করে  বলিভিয়ার ক্রীড়া উপমন্ত্রী হলেন দেশটির নারী ফুটবলার সিয়েলো ভিজাগা মাত্র ১৯ বছর বয়সেই। দেশটির ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) তাকে এ দায়িত্ব দিয়েছে। গত শুক্রবারে তার শপথ পাঠও হয়ে গেছে বলে জানায় স্পেনের সংবাদমাধ্যম মার্কা।

দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট লুইস আর্সের নেওয়া একাধিক সিদ্ধান্তের মধ্যে এটি একটি। উপমন্ত্রী সিয়েলো ভিজাগা দায়িত্ব পেয়েই দেশের তরুণ ক্রীড়াবিদদের ঘোষণা দিয়েছেন  কাজ করার জন্য ।

এর আগে বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করেছেন ভিজাগা।নিজের প্রথম ভাষণে ভিজাগা বলেন, যেকোনো মহামারির বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী ওষুধ হলো খেলাধুলা। এটি দেশকে ঐক্যবদ্ধ করার কাজেও সবচেয়ে ভালো ভূমিকা রাখে ।।