রবিবার১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ১৯শে রজব, ১৪৪৬ হিজরি৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে একসঙ্গে ৩ শিশুর জন্ম নরমাল ডেলিভারিতে

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন পারভীন বেগম (৩০) নামের এক নারী। নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে তিন সন্তানের নরমাল ডেলিভারি করানো সম্ভব না হলেও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এটি সম্ভব করেছেন।পারভীন বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের বর্ষা চেঙ্গাইক্ষেত্র গ্রামের কৃষক মো. শফিকুল ইসলামের স্ত্রী।

আজ বুধবার (০৪ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তানের জন্ম দেন ওই নারী। নরমাল ডেলিভারির মাধ্যমে দুটি ছেলে ও এক মেয়েসন্তানের জন্ম দেন এই মা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ায়আত্মীয়-স্বজনসহ প্রতিবেশী ও উৎসুক জনতা শিশুদের দেখতে ভিড় করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক আফরোজ সুলতানা লুনা বলেন, তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে। তাদের মা সুস্থ আছেন। সিজার ছাড়াই তিন সন্তানের জন্ম দিয়েছেন ওই প্রসূতি।

চিকিৎসক আফরোজ সুলতানা আরও বলেন, ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই নারী। সেখানকার চিকিৎসক বলেছেন আমাদের এখানে একসঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি সম্ভব নয়।তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন।

আজ বুধবার সকালে প্রসবব্যথা শুরু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে না গিয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই নারী। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রসূতির পাশে থেকে একে একে তিন সন্তানের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন চিকিৎসক লুনা ।