স্টাফ রিপোটার- সবার জন্য গাড়ি নিশ্চিত করতে দেশের সেরা শিল্প পরিবার আকিজ এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মটরস এর চাঁদপুর জেলার ডিলার শোরুম মেসার্স সততা মটরস গতকাল (২৬ সেপ্টম্বর) শনিবার বিকালে হাজিগন্জে এক জাকজমকপৃর্ন অনুষ্ঠানের মাধ্যমে উদ্ভোধন করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করেন আকিজ মটরস এর প্রধান নিবাহী শেখ আমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আলাউদ্দিন প্রধান পরামর্শক আকিজ কটরস এবং ব্যান্ড বিভাগের প্রধান মোঃ সাইফুল আলম জামিল। আরো উপস্থিত ছিলেন রায়হারুন ধনি প্যানেল মেয়র হাজিগন্জ পৌরসভা।
মেসার্স সততা মটরস এর পরিচালক মোঃ শফিকুল ইসলাম ,পরিচালক মোঃ আনোয়ার হোসেন,পরিচালক মোঃ ইমাম হোসেন,পরিচালক মোঃ রাজিব হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেখ আমিন উদ্দিন বলেন কম পুজিতে বেশি রুজি করতে চাইলে যেকোন গাড়ি কিনার আগে অন্তত একবার হলে আকিজ কটরস এ গাড়িগুলোর মান যাচাই করার জন্য ডিলার শোরুম পরিদর্শনের জন্য গাড়ির মালিক এবং ড্রাইভারদের আহবান জানান।