বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– পুলিশ ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হেনা আজিজকে । আজ রোববার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবু হেনা আজিজ যুক্ত্যরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সুনামগঞ্জের মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান।
ভুক্তভোগী তার দায়ের করা মামলায় দাবি করেছেন, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রী তিনি। সুনামগঞ্জ শহরের আলীপাড়া আবাসিক এলাকায় ১০ বছরের শিশু কন্যাসহ ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজের বোনের বাসায় ভাড়া থাকতেন তিনি।
গত ১০ এপ্রিল প্রথমে আবু হেনা আজিজ তাকে প্রথম ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে আজিজ তাকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন। এক পর্যায়ে তিনি অন্তঃস্বত্বা হয়ে পড়েন। আবু হেনা আজিজ উপস্থিত থেকে শহরের একটি ক্লিনিকে সম্প্রতি তার তিন মাসের গর্ভের সন্তান নষ্ট করান। তবে গ্রেপ্তারের পর ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক।
ওসি শহীদুর রহমান বলেন, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা আজিজের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।